আমার দেখা আসামের প্রথম সিনেমা৷ তাদের সিনেমা নিয়ে আগে কোন আইডিয়া ছিলো না৷ আসামের ভাষা 'অসমীয়া' আবার বাংলার সাথে কিছুটা মিলে। গল্পটা পিএচডি ছাত্র সুমন আর মধ্যবয়সী বিবাহিতা ডাক্তার নির্মলীর৷ সুমনের পিএচডির বিষয় হলো ভারতের নর্থ-ইস্টের মানুষের খাদ্যাভ্যাস৷ তার কাছে খাওয়ায় নরমাল-অ্যাবনরমাল বলে কিছু নেই, সবই আপেক্ষিক। ঘটনাক্রমে তার সাথে পরিচয় নির্মলীর৷ সেখান থেকেই তাদের শুরু হয় অদ্ভুত সব খাদ্যের সন্ধান, আর এই প্ল্যাটোনিক লাভ স্টোরি মোড় নেয় তার ডার্ক এবং টুইস্টেড সাইডে৷ আমি এমন কিছু দেখার জন্যে প্রস্তুত ছিলাম না! স্বয়ং অনুরাগ কাশ্যপের চোখে এটা একটা ইউনিক মুভি, ভারতে এমন কাজ আগে হয়নি। একই সাথে তাদের সিনেমাটোগ্রাফি আর গল্প বলার ধরনও খুবই সুন্দর৷
https://www.facebook.com/photo.php?fbid=1381020362083396
https://www.facebook.com/photo.php?fbid=1381020362083396
No comments:
Post a Comment