এই মুভিটা আমাকে মুগ্ধ করেছে: Shahadat Russell

এই মুভিটা আমাকে মুগ্ধ করেছে। অনেকদিন পর এই একটা মুভিকে আমি দ্রুততম সময়ে তিনবার দেখেছি। চেনাজানা গল্পের বাহিরে এটা একটা মুক্ত হাওয়া।


তবে এই মুভিটা সবার জন্য উপযোগী নয়। উপযোগী নয় মানে হচ্ছে দর্শককে আমিষ নির্মোহভাবে দেখার বোঝার ও অনুভব করার জন্য সময় দরকার। আমাদের দর্শকের বড় অংশই এখন পর্যন্ত এতোটা প্রাপ্তমনস্ক দর্শক হয়ে ওঠেনি।


আমি ভীষণভাবে চাই আমিষের মতো আরো মুভি হোক যে'ই মুভি আমাদেরকে হতভম্ব করে রাখবে অনেকটা সময়।

আসামের ছোট্টো ইন্ডাস্ট্রি থেকে আমিষ তৈরি হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ঢালিউড তো দুধের শিশু বলিউডকেও নতুন করে নিজেদের মুখ দেখতে হবে আয়নায়।

আমার কাছে আমিষের সবচেয়ে পছন্দের দিক এর মিউজিক কালার কম্পোজিশন ও অভিনয়ের একটা পরিমিত উপস্থাপন।

আর লিমা দাস... জাস্ট লাভ ইউ

https://www.facebook.com/sahadatrussell5/posts/2631986117058561?__tn__=H-R

No comments:

Post a Comment

Obsession, আৰু ইয়াৰ পাৰ্শ্বক্ৰিয়াঃ : Bikash Dutta

  Obsession, আৰু ইয়াৰ পাৰ্শ্বক্ৰিয়াঃ "an idea or thought that continually preoccupies or intrudes on a person's mind." গুগল কৰ...