রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর | প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর |
ভালোবাসা যেখানে এতটাই তীব্র যে সমাজ, লাজ সব তুচ্ছ হয়ে যায়। লুকিয়ে অভিসার...বিরহের দহন জ্বালায় দুজন মানুষ মাথা কুটতে থাকে। ভালোবাসায় একে অপরকে আঁকড়ে ধরার রাস্তা খুঁজতে গিয়ে সামাজিক রীতি নীতি বাধা হয়ে দাঁড়ায়। সেখান থেকেই বোধহয় প্রেমিকার দেহে মিশে যেতে নিজেকে তিল তিল করে ভোজ্য বস্তুতে পরিণত করা। নিজেকে কেটে, রেঁধে বেড়ে গুছিয়ে প্রেমিকার সামনে নৈবেদ্য সাজিয়ে পরিবেশনের তৃপ্তি ...অমলিন হাসি হয়ে ঠোঁটে ঝুলতে থাকে। তবু এই সমাজের চোখ, আমাদের শিক্ষা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে ওঠার সাহস জোটাতে বাধা হয়ে দাঁড়ায়।
এ প্রেম পরকীয়া। চারিপাশে অজস্র পরকীয়া প্রেম ও পরকীয়া লব্ধ শিশুকে মাতৃজঠরে মেরে ফেলার গল্পের মাঝে এ এক অসামান্য অনবদ্য কাহিনী। যেখানে দর্শক শিউরে উঠতে উঠতেও ভালোবাসায় জারিত হবে।
তারপর আসে জীবনের সেই কঠিন মুহুর্ত যখন একে অপরকে আর কিছুই লুকাবার নেই। যখন দুনিয়াকে মোকাবিলা করার জন্য চাই একে অপরের ভরসার হাত। যখন আর কিছুই হারবার ভয় থাকে না। ঠিক তখনই বুঝি এ অনন্ত খিদের অবসান হয়। দুটি হাত মিলে যায় গোটা সমাজ, রীতিনীতিকে উপেক্ষা করে।
আমিষ...প্রেমের গল্প। সমস্ত ভায়োলেন্স কে উপেক্ষা করে শেষমেশ প্রেমের কথাই বলে।
Originally published on Facebook:
https://www.facebook.com/anita.das.3760430/posts/2486845691642240
ভালোবাসা যেখানে এতটাই তীব্র যে সমাজ, লাজ সব তুচ্ছ হয়ে যায়। লুকিয়ে অভিসার...বিরহের দহন জ্বালায় দুজন মানুষ মাথা কুটতে থাকে। ভালোবাসায় একে অপরকে আঁকড়ে ধরার রাস্তা খুঁজতে গিয়ে সামাজিক রীতি নীতি বাধা হয়ে দাঁড়ায়। সেখান থেকেই বোধহয় প্রেমিকার দেহে মিশে যেতে নিজেকে তিল তিল করে ভোজ্য বস্তুতে পরিণত করা। নিজেকে কেটে, রেঁধে বেড়ে গুছিয়ে প্রেমিকার সামনে নৈবেদ্য সাজিয়ে পরিবেশনের তৃপ্তি ...অমলিন হাসি হয়ে ঠোঁটে ঝুলতে থাকে। তবু এই সমাজের চোখ, আমাদের শিক্ষা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে ওঠার সাহস জোটাতে বাধা হয়ে দাঁড়ায়।
এ প্রেম পরকীয়া। চারিপাশে অজস্র পরকীয়া প্রেম ও পরকীয়া লব্ধ শিশুকে মাতৃজঠরে মেরে ফেলার গল্পের মাঝে এ এক অসামান্য অনবদ্য কাহিনী। যেখানে দর্শক শিউরে উঠতে উঠতেও ভালোবাসায় জারিত হবে।
তারপর আসে জীবনের সেই কঠিন মুহুর্ত যখন একে অপরকে আর কিছুই লুকাবার নেই। যখন দুনিয়াকে মোকাবিলা করার জন্য চাই একে অপরের ভরসার হাত। যখন আর কিছুই হারবার ভয় থাকে না। ঠিক তখনই বুঝি এ অনন্ত খিদের অবসান হয়। দুটি হাত মিলে যায় গোটা সমাজ, রীতিনীতিকে উপেক্ষা করে।
আমিষ...প্রেমের গল্প। সমস্ত ভায়োলেন্স কে উপেক্ষা করে শেষমেশ প্রেমের কথাই বলে।
Originally published on Facebook:
https://www.facebook.com/anita.das.3760430/posts/2486845691642240
No comments:
Post a Comment